ঢাকা: যুক্তরাজ্যে ক্ষমতাসীন মধ্য-ডানপন্থি কনজারভেটিভ পার্টির একক সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
শুক্রবার (০৮ মে) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বিজয়ী দল কনজারভেটিভ পার্টিকে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন, গণতন্ত্রের চর্চা কেন্দ্র বলে পরিচিত ব্রিটেনের এ নির্বাচনের মাধ্যমে কনজারভেটিভ দলের নেতৃত্বাধীন সরকার নিজ দেশের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন সরকারের নেতৃত্বে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও সহযোগিতামূলক উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এলকে/আইএ