ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘অভিশাপ নিয়ে শূন্য হাতে বাড়ি ফিরেছেন খালেদা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, মে ৯, ২০১৫
‘অভিশাপ নিয়ে শূন্য হাতে বাড়ি ফিরেছেন খালেদা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: অভিশাপ নিয়ে শূন্য হাতে খালেদা জিয়া বাড়ি ফিরে ফিরেছেন বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার ( ৮ মে) রাতে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক নবগঠিত কমিটির অভিষেক পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, দেশের জনগণ তার (খালেদা) সহিংস আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তাই বিফল হয়ে খালেদা জিয়ারকে শূন্য হাতে ব্যর্থ সৈনিকের মতো বাড়ি ফিরে যেতে হয়েছে। আর ফিরে যাওয়ার সময় নিয়ে গেছেন গত কয়েক বছরের ৯২ জন চালক ও হেলপার হত্যার অভিশাপ।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, বিএনপি যত বারই ক্ষমতায় এসেছে, তত বারই হত্যা, খুন জ্বালাও-পোড়াও করে দেশে অশান্তি সৃষ্টি করেছে। ক্ষমতাসীন সরকারকে বেকায়দায় ফেলতে পেট্টোল বোমা মেরে দেশের মানুষ হত্যা করেছে।

একাত্তর সালে জামায়াতের সৃষ্টি রাজাকার ও আলবদর বাহিনী নৃশংস হত্যাযজ্ঞ কর্মকাণ্ড চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন,  ১৯৯১ সালে বিএনপি জামায়াতের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসে হত্যার নীল নকশা শুরু করে। মজুরি বৃদ্ধির দাবি করায় ১৭ জন গার্মেন্টস শ্রমিক এবং সার বিতরণে দুর্নীতির প্রতিবাদ করায় ১৮ জন কৃষককে হত্যা করেছে বিএনপি।

২১ আগস্ট গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ ২০ জন নেতাকর্মীকে বিএনপি হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, খালেদার নেতৃত্বাধীন আন্দোলন নাকি মহাত্মা গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলনের মতো বলেছিলেন তারই উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন। মহাত্মা গান্ধী একথা  শুনে স্বর্গে বসেও হাসবেন বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ইতিহাস আছে যে আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়, সে আন্দোলনে গণজাগরণ হয় এবং সে আন্দোলন সফল হয়। এটাই হয়েছিলো ১৯৭১ সালের আন্দোলনে বঙ্গবন্ধুর নেতৃত্বে। কিন্তু খালেদা জিয়ার সহিংস আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। এমন সন্ত্রাসী আন্দোলনে জনগণ কখনই সাড়া দেবে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সিলেট জেলা ট্রাক শ্রমিক গ্রুপের সাধারণ সম্পাদক ও চেম্বারের সাবেক সদস্য ইফতেখার হোসেন, জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রকিব উদ্দিন আহমদ রফিক, হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্কর শুভ রায়, ট্রাক, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, শ্রমিক নেতা আব্দুস সালাম, নিখিল চন্দ্র পাল, আমিরুজ্জামান জুয়াহির প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন বরইকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হবিব হোসেন, সিলেটের কুচাই ইউনিয়নের চেয়ারম্যান শ্রমিক নেতা আবুল কালাম প্রমুখ।  

অনুষ্ঠানে দাবি নামা উপস্থাপন করেন সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক। এ সময় ৯ দফা দাবিমানা মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এনইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।