ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহ ২ জামায়াত কর্মীসহ গ্রেফতার ২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মে ৯, ২০১৫
ঝিনাইদহ ২ জামায়াত কর্মীসহ গ্রেফতার ২২

ঝিনাইদহ: ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় জামায়াতের দুই কর্মীসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) রাতে এ অভিযান চালানো হয়।



ঝিনাইদহ পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত রিপন হোসেন বাংলানিউজকে জানান, নাশকতার আশঙ্কায় রাতে জেলার হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে সোনা উল্লাহ (৪৫) ও বিশারত আলীর ছেলে বাশারুল ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

এছাড়া বিভিন্ন মামলায় হরিণাকুন্ডু থেকে আরও এক, সদর উপজেলা থেকে আট, শৈলকুপা থেকে পাঁচ, কালীগঞ্জ থেকে দুই, কোটচাঁদপুর থেকে দুই ও মহেশপুর থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।