ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় শিবিরের কর্মীসহ গ্রেফতার ৫৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মে ৯, ২০১৫
সাতক্ষীরায় শিবিরের কর্মীসহ গ্রেফতার ৫৫

সাতক্ষীরা: নাশকতার মামলায় সাতক্ষীরায় শিবিরের ৪ কর্মীসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার (০৯ মে) দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।

এদের মধ্যে শিবিরের চার কর্মী রয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।