কুমিল্লা: ভোট কারচুপির অভিযোগ এনে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছেন বিএনপিপন্থি প্রার্থীরা।
শনিবার (৯ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন তারা।
এর আগে সকাল ৮টায় উপজেলার ৯৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেমের প্রধান এজেন্ট মাসুম রেজা মিন্টু অভিযোগ করে বলেন, নির্বাচনে প্রশাসনে সহযোগিতায় ব্যাপক কারচুপি হচ্ছে। ভোট শুরু হওয়ার আগেই আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এসময় ভোট কেন্দ্র দখল করে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগের এজেন্টরাই ভোট দিচ্ছে। আমরা এ প্রহসনের নির্বাচন বর্জন করছি।
উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার দুই লাখ ৩৮ হাজার ৫৪ জন। এর মধ্যে এক লক্ষ ১৯ হাজার পুরুষ ও এক লাখ ১৮ হাজার ৮০৫ জন নারী ভোটার রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এসআই