খুলনা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান তিনদিনের সফরে রোববার (১০ মে) খুলনায় আসছেন।
সফরসূচি অনুযায়ী তিনি এদিন দুপুর ১টায় বাগেরহাট জেলার ফকিরহাট থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন।
বিকেল সাড়ে ৫টায় ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে রবীন্দ্রনাথের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান অতিথি হিসেবে।
সোমবার (১১ মে) প্রতিমন্ত্রী বেলা ১১টায় মংলায় বাংলাদেশ কোস্টগার্ডের বেস স্টেশন পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
পরে হিরণ পয়েন্টের উদ্দেশে মংলা ত্যাগ করবেন।
মঙ্গলবার তিনি ঢাকার উদ্দেশে খুলনা ছাড়বেন।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা জাকির হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এমআরএম/এএ