ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিকল্প কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্য ও পরিবার-কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার (০৯ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে ড. ওয়াজেদ মিয়া স্মরণে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এ সেমিনারটির আয়োজন করে।
খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আপনি সুস্থ রাজনীতি করেন। এখন আর মানুষ হরতাল অবরোধ, জ্বালা-পোড়াও পছন্দ করে না। এটা এক সময় ছিল; আমরাও করেছি। এখন আর মানুষ আন্দোলন পছন্দ করে না। মানুষ উন্নয়ন চায়। আপনিও আসুন, সুস্থ রাজনীতির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই।
তিনি বলেন, বিকল্প কর্মসূচি দেন। আপনি মানুষকে বলেন, কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান! নিজের ভুল স্বীকার করে নির্বাচনের জন্য প্রস্তুত হোন। জনগণ মনে করলে আপনাদের ক্ষমতায় আনবে। আমরাও ভুল করেছি। সেটা শুধরে নিয়ে এখন আবার জনগণের সমর্থন পাচ্ছি। আপনার কর্মসূচি ভালো হলে আপনিও পাবেন।
ভারতের সঙ্গে স্থলসীমানা সংক্রান্ত সমস্যা সমাধানে সে দেশে বিল পাস করার বিষয়ে নাসিম বলেন, ঐতিহাসিক ঘটনা ঘটেছে গত দুদিন আগে। ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়ন হতে যাচ্ছে। স্থলসীমা চুক্তি ভারতে পাস হয়েছে। ৬২ বছরে ভারতে কোনো সরকার পাস করেনি। আমাদের দেশের কোনো সরকারও এটা পাস করাতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বের সরকার পাস করাতে সক্ষম হয়েছে। আমরা আশা করি, তিস্তার পানি চুক্তিরও সমাধান হবে।
ওয়াজেদ মিয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর শেখ হাসিনা ও রেহানাকে আগলে রেখেছেন ওয়াজেদ মিয়া। বাংলাদেশে কত কিছু করা হয়, কেন ওয়াজেদ মিয়ার নামে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে না?
তিনি বলেন, আমরা এটা করবো।
ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন আইনজ্ঞ ব্যারিস্টার আমীরুল ইসলাম, পরমাণু শক্তি কমিশনের পরিচালক কানাইলাল চক্রবর্তী, সংসদ সদস্য হোসনে আরা বাবলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এসইউজে/এবি