নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন।
শুক্রবার (০৮ মে) রাতে ও শনিবার (০৯ মে) সকালে পৃথকভাবে এসব ঘটনা ঘটে। তবে বিরোধে জড়ানো দুই পক্ষের লোকজন ঘটনার জন্য একে অন্যকে দোষারোপ করেছে।
জানা যায়, দীর্ঘ দিন ধরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওয়াদুদ মিয়ার সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম ইবুর বিরোধ চলছে। এ নিয়ে কয়েক দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ইবু বাংলানিউজকে জানান, থানায় মামলা করায় ওয়াদুদ চেয়ারম্যানের লোকজন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইব্রাহিমের মার্কেটে হামলা চালায়। তারা মার্কেটের ১২-১৪টি দোকান ভাঙচুর ও লুটপাট চালায় এবং অগ্নিসংযোগও করে।
তবে এ ঘটনা অস্বীকার করে ওয়াদুদ চেয়ারম্যান বাংলানিউজকে জানান, ইবুর লোকজনই তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।
এদিকে শনিবার সকাল ১১টায়ও উভয় পক্ষের লোকজনদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে ৩১ রাউন্ড শটগানের ফাঁকা গুলি করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ০৯, ২০১৫
আইএ