ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার নেতৃত্বেই মানুষ মারা হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মে ৯, ২০১৫
খালেদার নেতৃত্বেই মানুষ মারা হয়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: খালেদা জিয়ার নেতৃত্বেই পুড়িয়ে মানুষ মারা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।



তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া তার বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক হয়রানি বলছেন, কিন্তু আমরা কখনও কাউকে হয়রানি করি না।

জামায়াত নিষিদ্ধের ব্যাপারে ইনু বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তির অপেক্ষায় আছি। আমরা তো পশু নই যে, একজনকে ধরে ফাঁসি দিয়ে দিব। সুতরাং সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধী জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি আমরা আইনগতভাবে দেখছি। গণতন্ত্রকে পরিস্কার রাখতে হলে জামায়াতকে রাজনীতি থেকে নিষিদ্ধ করাই উচিত।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মে ০৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।