ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা ও বিএনপি নেতারা সর্বোচ্চ সুযোগ পাচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ৯, ২০১৫
খালেদা ও বিএনপি নেতারা সর্বোচ্চ সুযোগ পাচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আইনের মধ্যে থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দল বিএনপির নেতাদের সর্বোচ্চ সুযোগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (০৯ মে) দুপুরে সাভারের আশুলিয়ার নরসিংহপুরে রাফেতুন নেসা মেমোরিয়াল হাসপাতাল ও নিউ ঢাকা ইনস্টিটিউট অব টেকনোলজি’র ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।



এতে প্রধান অতিথির বক্তব্যে কামাল বলেন, খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের সর্বোচ্চ সুযোগ দেওয়া হচ্ছে। যাতে তারা আইনের প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে তাদের আবেদন-নিবেদন করতে পারেন। তবে যদি তারা ক্রমান্বয়ে এর ব্যতয় ঘটান তাহলে আইনে যা আছে তাই হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসনের মাধ্যমেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। যা দেশের খ্যাতনামা একটি প্রতিষ্ঠন হিসেবে আগামীতে প্রতিষ্ঠা লাভ করবে। এনাম মেডিকেলের মতো দেশের যে কোনো দুর্যোগে ঝাঁপিয়ে পরবে এ হাসপাতালের কর্মীরা। দেশ ও মানুষের সেবায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবেন তারা।

ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ মাস্টারের সভাপতিত্বে এ সময় সাবেক চিফ হুইপ অপাধ্যক্ষ আব্দুস শহীদ, ডা. এনামুর রহমান, ডা. আকরাম এবং শাখাওয়াত উল্লাহসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ০৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।