ফেনী: ফেনীর সোনাগাজীতে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্ল্যার কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
এতে ১০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে৷ আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকালে উপজেলা মিলনায়তনে ১৪৭৫ জন কৃষকের মাঝে সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল স্থানীয় সংসদ সদস্য হাজী রহিম উল্ল্যা’র।
এমন খবরে এমপির বিরোধীপক্ষের লোকজন উপজেলা মিলনায়তনে হাজির হয়ে ব্যানার, চেয়ার টেবিল, মাইক ভাঙচুর করে অনুষ্ঠানটি পণ্ড করে দেয়। এতে অন্তত ১০ জন আহত হন।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সভায় এমপি হাজী রহিম উল্ল্যা অংশ গ্রহণ করবে কথা থাকলেও সে সভাটিও পণ্ড করে দেয় দুর্বৃত্তরা।
স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ এ ঘটনা ঘটিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ০৯, ২০১৫
পিসি/