ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

পাচারকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মে ৯, ২০১৫
পাচারকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বৃহত্তর কক্সবাজার অঞ্চলের মানব পাচারকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে। বেশকিছু জায়গায় অপরাধীদের ধরতে ও শনাক্ত করতে সফলও হয়েছি।

সামনের দিনে আমরা থাইল্যান্ড সরকারের সঙ্গে যৌথভাবে মানবপাচার প্রতিরোধে কাজ করার পরিকল্পনা করছি।

রাজশাহীতে ৩য় জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম এসব কথা বলেন।

শনিবার (০৯ মে) রাজশাহী কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানবপাচারের ঘটনা প্রকাশের পর বাংলাদেশের রাষ্ট্রদূত থাইল্যান্ডের পুলিশ প্রধানের সঙ্গে কথা বলেছেন। আমরা প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বাংলাদেশিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে খুব শিগগির আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসব।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘পাচারকারীদের শনাক্তকরণ প্রক্রিয়াটি চলমান। এটিকে আরও বেগবান করা হচ্ছে। আশা করছি, খুব শিগগির পাচারকারী চক্রটিকে নির্মূল করা সম্ভব হবে। ’

সৌরভ হাবিবের সভাপতিত্বে বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ আল ফারুক চৌধুরী ও রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোবারক হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুহৃদ সমাবেশ রাজশাহীর সদস্য সচিব কামারুল্লাহ সরকার।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এসএস/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।