ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াত পাপীদের দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মে ৯, ২০১৫
বিএনপি-জামায়াত পাপীদের দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি ও জামায়াত হচ্ছে পাপীদের দল। তারা মানুষ হত্যা করছে, নাশকতা-সন্ত্রাস করছে।

এসব প্রতিহত করতে সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে।

শনিবার (০৯ মে) বিকেলে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে বিআইডব্লিউটিসির নবনির্মিত কে-টাইপ ফেরি ‘ক্যামেলিয়া’র উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া একজন খুনী। তিনি পেট্রোলবোমার আগুনে নিরীহ মানুষ হত্যা করেছেন। হাজার- হাজার যানবাহনে অগ্নিসংযোগ করেছেন। দলমত নির্বিশেষে ঐকবদ্ধ হয়ে সন্ত্রাস-নাশকতা প্রতিহত করে তার নাম মুছে ফেলতে হবে। তিনি এখন পরাজিত সৈনিক।
 
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, নৌ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ শিকদার প্রমুখ।

এরআগে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল গ্রামে প্রয়াত লেখক হুমায়ূন আজাদের ৬৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দুইদিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।