ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

মামলা প্রত্যাহারের দাবিতে জেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, মে ১০, ২০১৫
মামলা প্রত্যাহারের দাবিতে জেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শহিদুজ্জামান শিপুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ।

শনিবার (০৯ মে) বিকেলে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন।


 
এ সময় শহর ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান পোলেন, কলেজ শাখার সভাপতি তৌহিদুল ইসলাম, সম্পাদক কুদরত-ই খুদা রুবেল, সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্য ছাত্রলীগ সভাপতি বারিকুল ইসলাম লিজন বলেন, অবিলম্বে শিপুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে জেলা ছাত্রলীগ।  

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, মে ১০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।