ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে চার আওয়ামী লীগ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, মে ১০, ২০১৫
টাঙ্গাইলে চার আওয়ামী লীগ নেতা বহিষ্কার

টাঙ্গাইল: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলে চার আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (০৯ মে) দিনগত রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



বহিষ্কৃতরা হলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সামছুজ্জামান পাশা, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন ছানা, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ মল্লিক ও যুগ্ম সম্পাদক আতোয়ার রহমান।

একইসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মল্লিককে শোকজ করা হয়েছে।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর খান মেনু বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বহিষ্কারের চিঠি কেন্দ্রে পাঠানো হবে।

জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ার বেগমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

গত ০৪ মে (সোমবার) দুপুরে দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দু’গ্রুপের সংঘর্ষে জেলার ১০ নেতাকর্মী আহত হন।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, মে ১০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।