ঢাকা: স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচিকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৯ মে) রাত সাড়ে ৯টার দিকে বালুয়াডাঙ্গাস্থ নিজ বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান পিপিএম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করার জন্য সন্ধানে ছিল।
বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, মে ১০, ২০১৫
জেডএস