মীরসরাই: একজন মানুষ দৈনন্দিন জীবনে কিভাবে চলবে তার সুনির্দিষ্ট সব নির্দেশনা পবিত্র কোরানে উল্লেখ আছে। আমরা যদি কোরান অনুসরণ করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে পারবো।
মিরসরাই উপজেলা ঈমান-আক্বিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে ইমামে আজম আবু হানীফা (রহ.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন।
শনিবার (০৯ মে) সন্ধ্যায় উপজেলা সদরের মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কনফারেন্স নয়দুয়ারিয়া মাদ্রাসার মুহতামিম ফজলুল হকের সভাপতিত্বে এবং মিরসরাই উপজেলা ঈমান-আক্বিদা সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক জাফর উল্ল্যাহ নিজামীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই পৌরসভার মেয়র এম শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল মোস্তফা, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, প্রাণের৭১ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাসান প্রমুখ।
মিরসরাই উপজেলা ঈমান-আক্বিদা সংরক্ষণ কমিটির সভাপতি ও আবুরহাট মনিরুল ইসলাম মাদ্রাসার নির্বাহী পরিচালক শহীদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ সময় ঈমান-আক্বিদা নিয়ে বিশেষ আলোচনা করেন ঢাকা শেখ জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টারের পরিচালক আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ, ইসলামী রিসার্চ সেন্টার বসুন্ধরার মুফতিও মুহাদ্দিস আল্লামা মুফতি রফিকুল ইসলাম আল-মাদানী, আল্লামা মুফতি লুৎফর রহমান ফরায়েজি, হাটহাজারী দারুল উলূম মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী নিজামপুরী, ফেনী হোসাইনিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবুল কাশেম প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, মে ১০, ২০১৫
জেডএস