ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মে ১০, ২০১৫
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থী বিজয়ী

কুমিল্লা: দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মেজর (অব.)  আলী সুমন (আনারস) ১ লাখ ২০ হাজার ৩৩৯ ভোট নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাজী আবুল হাশেম (ঘোড়া মার্কা) পেয়েছেন ১৪ হাজার ৪৬৭ ভোট।

 

দাউদকান্দির নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিভোর বিশ্বাস শনিবার মধ্যরাতে এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আমান উল্লাহ (পানপাতা প্রতীক) ‍২৭ হাজার ৫৭ ভোট এবং রোজিনা আক্তার (প্রজাপতি প্রতীক) ৪৪ হাজার ৯৮২ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসিম হাসান (চশমা প্রতীক) ২১ হাজার ৮৫৩ এবং পারুল আক্তার (কলস প্রতীক) ৩০ হাজার ৪৪৮ ভোট পেয়েছেন।

শনিবার (৯ মে) দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপি নির্বাচন বর্জন করে। উপজেলায় ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৪ জন এবং ভোটকেন্দ্র ছিল ৯৫টি।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মে ১০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।