ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে পুলিশি বাধায় যুবদলের কর্মসূচি পণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মে ১০, ২০১৫
জয়পুরহাটে পুলিশি বাধায় যুবদলের কর্মসূচি পণ্ড

জয়পুরহাট: জয়পুরহাট যুবদলের সহ সাধারণ সম্পাদক আফজাল হোসেন লড়ো হত্যার প্রতিবাদে আয়োজিত কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

রোববার (১০ মে) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে লড়ো হত্যার প্রতিবাদে কোরআনখানি, শোক র‌্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা যুবদল।



সকাল ৯টার দিকে শহরের স্টেশনে রোডে জেলা বিএনপির কার্যালয়ে কোরআন তেলাওয়াতের সময় জয়পুরহাট থানা পুলিশ তেলাওয়াতাকারীদের কার্যালয় থেকে বের করে দেয় ও পরে মহাসড়কে এ সংক্রান্ত প্রচার বন্ধ করে।

এ বিষয়ে জয়পুরহাট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বলেন, কোরআনখারি, শোক র‌্যালি ও দোয়া মাহফিলের মত সামাজিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো ছোট কাজ আর দেখিনি। এটি গণতন্ত্র হরণ করে নেওয়ার মত নেক্কারজনক ঘটনা।

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) কমল কুমার দেবনাথ বাংলানিউজ জানান, জানান, পার্টি অফিস কিংবা জয়পুরহাট শহরে তাদের (বিএনপির) কোনো প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। পুলিশ সুপারের (এসপি) নির্দেশেই এ সিদ্ধান্ত হয়েছে।

জানতে চাইলে এসপি মোল্যা নজরুল ইসলাম বলেন, এটি পলিটিক্যাল সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে।

গত ৩ মে শহরের সবুজ নগর মহল্লার একটি মাঠে জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আফজাল হোসেন লড়ো সন্ত্রাসী মোহন কর্তৃক ছুরিকাঘাতে খুন হন।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মে ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।