খুলনা: বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ।
রোববার(১০ মে’২০১৫) সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে এ আনন্দ মিছিল বের হয়।
সমাবেশে বক্তারা বলেন, খুলনার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল খানজাহান আলী বিমানবন্দর ও পদ্ম সেতু। এসব এখন আর স্বপ্ন নয়, সময়ের ব্যাপার মাত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ মে একনেকের বৈঠকে বিমানবন্দরের জন্য পাঁচশ ৪৪ কোটি ৭৫ লাখ টাকার অনুমোদন দিয়েছেন। পদ্মা সেতুর কাজও অত্যন্ত তড়িৎ গতিতে চলছে।
২০১৮ সালে এ বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণ করবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও সাবেক বিমান মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানকে ধন্যবাদ দেন।
সেখানে ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা এমপি সহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মে ১০, ২০১৫
এসএন/এনএস/