ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

প্রগতিশীল ছাত্রজোটের ডিএমপি কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মে ১০, ২০১৫
প্রগতিশীল ছাত্রজোটের ডিএমপি কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা পণ্ড ছবি : দিপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পণ্ড হয়েছে পুলিশের বাধায়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার বেলা বারোটার দিকে ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও করতে যায় প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

মিন্টো রোডে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। পুলিশের বেধড়ক লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী।

পুলিশের লাঠিচার্জে আহত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মারুফ বিল্লাহ তন্ময় জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীদের মিছিল কাকরাইল মসজিদ পার হয়ে মিন্টো রোডে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় রাস্তায় বসে পড়েন তারা।

পরে পুলিশ পেছন থেকে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে লাঠিচার্জ করে। এ সময় তিনি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী সহ আহত হন উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী।

আহতদের মধ্যে তিনি,লিটন নন্দী, জিলানী, নির্জন, হাসান তারেক, রাশেদুল হক, ইসমত জাহান, রাজীব, মেহেদী, শামীম আহমেদ, ও ফেরদৌস মাহমুদ সহ ১২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি লিটন নন্দী।

উল্লেখ্য, পহেলা বৈশাখে নারীর শ্লীলতাহানির ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে ১০ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্য‍ালয় ঘেরাও কর্মসূচি দেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, পহেলা বৈশাখের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে ১০ মে (রোববার) বেলা ১২টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করা হবে।

পাশাপাশি একই দাবিতে ওইদিন সারা দেশের সব জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কথাও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় সংগঠনের পক্ষ থেকে ৬টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- ঘটনায় জড়িত যৌন সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার, কর্তব্যরত পুলিশের দায়িত্বে অবহেলার তদন্ত ও বিচার, প্রক্টরের অপসারণ, সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ে কার্যকর নিরাপত্তা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ে হাইকোর্ট নির্দেশিত যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, বাসস্থান-শিক্ষাঙ্গন-কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিতকল্পে জাতীয়ভাবে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মে ১০,২০১৫/আপডেট: ১৪২২ ঘণ্টা
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।