ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মে ১০, ২০১৫
বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজনৈতিক ভুলের কারনে বিএনপি এখন ‘বাংলাদেশ নালিশ পার্টি’তে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
 
রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


 
হাছান মাহমুদ বলেন, বিএনপিকে বাঁচাতে এখন খালেদা জিয়ার উচি‍ৎ দল থেকে পদত্যাগ করা। তার অযোগ্য নেতৃত্বের কারণে বিএনপি এখন দৈন্য দশায়। আর দলটির বেশ কয়েকজন নেতা আমাদের বলেছেন, তারা খালেদা জিয়ার পদত্যাগ প্রত্যাশা করছেন।
 
খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতার অভাবের উদাহরণ হিসেবে ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ার কথা উল্লেখ করেন তিনি। হাছান মাহমুদ বলেন. অনেক নেতাই আমাদের বলেছেন, ওই সিদ্ধান্ত ছিল বিএনপির জন্য আত্মঘাতী।
 
তিনি বলেন, ব্রিটেনের গণতান্ত্রিক পদাঙ্ক অনুসরণ করে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া তিন সিটি কর্পোরেশন নির্বাচনে দলের ভরাডুবির দায়ভার গ্রহণ করে খালেদা উচিত এখন পদত্যাগ করা। বাংলাদেশের মানুষ এখন তার কাছ থেকে পরিত্রাণ চায়।
 
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মাহমুদ বলেন, দেশে পেট্রোল বোমা হামলায় যে মানুষ মারা গেছে তার দায় আপনাকে নিতে হবে। আপনাকেই হুকুমের আসামি করা হবে। এ সম্পর্কিত অভিযোগের মামলার চার্জশিট দ্রুত দেয়ার আহ্বান জানান হাছান মাহমুদ।
 
ভারতীয় সংসদে ছিটমহল সর্ম্পকিত চুক্তি পাস হওয়ার পর খালেদা জিয়ার দেয়া বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর এত বড় কূটনৈতিক সাফল্যে আমি আশা করেছিলাম, আপনি অভিনন্দন জানাবেন। অথচ আপনি নিন্দা করছেন।
 
তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই ভারতের দালালি করে না। আমরা প্রতিবেশীর সঙ্গে সুসর্ম্পক বজায় রেখে ন্যায্য হিস্যা আদায় করি।
 
শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মে ১০, ২০১৫
এমএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।