ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শুক্তাগড় ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১০ মে) ভোরে আবুল কালাম আজাদের উপজেলা সদরের টিঅ্যান্ডটি রোড এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।
আগুনে বাড়ির কলাপসিবল গেটের ভেতরে সিঁড়ির নিচে রাখা একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়।
বিএনপি নেতা আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ভোরে দুর্বৃত্তরা সিঁড়ির নিচে পেট্রোলবোমা ছুড়ে পালিয়ে যায়। এতে ওই স্থানে রাখা মোটরসাইকেলটি পুড়ে যায়। তারা চিৎকার দিলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজনৈতিক প্রতিহিংসায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে রাজাপুর থানার পরিদর্শক (ওসি) শেখ মুনীর-উল গিয়াস জানান, বিএনপি নেতার বাড়িতে নয়, মোটরসাইকেলে কে বা কারা আগুন দিয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মে ১০, ২০১৫
এসআর