ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় উপজেলা ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত নয় দাবি করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রলীগ।
রোববার (১০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বাইপাস মোড় এলাকার উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মাহমুদ লিখিত বক্তব্যে বলেন, উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার দিন শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে শুভেচ্ছা জানিয়ে মিছিল বের করা হয়। মিছিল নিয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেরার সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামানের গ্রুপের লোকজন তাদের মিছিলে অতর্কিতে হামলা করে।
এতে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার কোনো এক সময় সাইফুজ্জামান রুবেল আহত হয়। এ ঘটনায় ছাত্রলীগের নতুন নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানি শুরু হয়। মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব রুবেল কারাভোগ করছে এবং অনেকেই কারাভোগ করে জামিনে রয়েছে।
এ মামলায় সন্দেহজনকভাবে অপু মৃধা নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এ খবর ছাড়িয়ে পড়লে কে/কারা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে যায়।
এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত নয়। এমনকি ঘটনার সময় সহ সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক রাজনৈতিক কারণে ঢাকায় ছিলেন। কিন্তু তাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে বলে বিভিন্ন মিডিয়ায় মিথা সংবাদ প্রকাশ হয়েছে।
সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি আব্দুল্লাহ আল হাসান বাপ্পী মৃধা ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মে ১০, ২০১৫
এমজেড