ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় রমনা থানার ইন্সপেক্টরসহ (তদন্ত) পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১০ মে) দুপুরে রমনা থানাধীন বেইলি রোডের অফিসার্স ক্লাবের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্র ইউনিয়নের পাঁচ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য অনিক রায় (২৩), সদস্য সাদ্দাম হোসেন (২২), সাংগঠনিক সম্পাদক অন্তু নাথ (২৩), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দিপান্দ্র সিদ্ধান্ত (২৪) ও একই বিশ্বদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সদস্য আরিফুল ইসলাম (২০)।
এ ঘটনায় রমনা মডেল থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আলী হোসেন, অপারেশন অফিসার কামরুল ইসলামসহ আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। দুই কর্মকর্তা ছাড়া বাকি তিন জনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ওসি মশিউর রহমান আরও জানান, আটকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ১০, ২০১৫
এনএইচএফ/আরএম