ঢাকা: নাশকতার দু’টি মামলায় চার সপ্তাহের জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
রোববার (১০ মে) পৃথক চারটি জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
চলতি বছরের হরতাল-অবরোধ নাশকতার অভিযোগে ২৪ জানুয়ারি যাত্রাবাড়ি এবং ২৬ জানুয়ারি বাড্ডা থানায় দু’টি মামলা করে পুলিশ।
এ দুই মামলায় চার সপ্তাহ করে জামিন পান রিজভী।
অন্যদিকে ১৭ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি নাশকতার অভিযোগে ধানমণ্ডি থানা পুলিশের দায়ের করা দুই মামলায় চার সপ্তাহের আগাম জামিন পান অসীম।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ১০, ২০১৫
এমইএস/এটি