ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

মুরাদনগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মে ১০, ২০১৫
মুরাদনগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গ্রেফতার কামাল উদ্দিন ভূঁইয়া

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।

রোববার (১০ মে) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



স্থানীয় সূত্রে জানা যায়, জেলার পার্সপোট অফিস থেকে কামাল উদ্দিন ভূঁইয়া কুমিল্লার নিজ বাসায় ফিরছিলেন। এ সময় নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা ডিবি অফিসে নিয়ে যায় পুলিশ। পরে মুরাদনগর থানার পুলিশসহ একদল ডিবি পুলিশ কামাল উদ্দিন ভূঁইয়াকে দেবিদ্বার থানায় হস্তান্তর করে।

এ ব্যাপারে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, নিরাপত্তাজনিত কারণে মুরাদনগর থানায় না রেখে তাকে দেবিদ্বার থানায় রাখা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, তার বিরুদ্ধে মুরাদনগর থানায় চার/পাঁচটি মামলা রয়েছে।

এ বিষয়ে কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি মনজুর আলম বাংলানিউজকে বলেন, মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান তাকে গ্রেফতার করে কিছুক্ষণ ডিবির হাজতখানায় রেখে পরে দেবিদ্বার থানায় নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মে ১০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।