মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে নাশকতার আশঙ্কায় শিবির নেতাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- দারিয়াপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান ও তার ভাই রাব্বি।
রোববার (১০ মে) সন্ধ্যায় দারিয়াপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, দারিয়াপুর গ্রামে শিবিরের নেতাকর্মীরা প্রচারপত্র বিলি করে বিক্ষোভ মিছিল করার জন্য জড়ো হচ্ছিলেন। এ সময় নাশকতার আশঙ্কায় আশিক ও তার ভাই রাব্বিকে আটক করে পুলিশ। বাকিরা পালিয়ে যান।
আশিকুজ্জামানকে সোমবার মেহেরপুর আদালতে পাঠানো হবে। আর রাব্বি শিবিরের কর্মী না হলে তাকে মুক্তি দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মে ১০, ২০১৫
পিসি