ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

মেয়র বুলবুলের বরখাস্তের আদেশ বাতিলের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মে ১১, ২০১৫
মেয়র বুলবুলের বরখাস্তের আদেশ বাতিলের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সাময়িক বরখাস্তের আদেশ বাতিলের দাবি জানিয়ে তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত নাগরিক ফোরাম।

সোমবার (১১ মে) দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।



কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী সাত দিন নগরের ৩০টি ওয়ার্ডের জনগণকে উদ্বুদ্ধ করতে মেয়র বুলবুলের বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ, অষ্টম দিন মেয়র বুলবুলের সাময়িক বরখাস্তের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন।

এরপরও দাবি মানা না হলে বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়ে নবম দিনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মেয়র নির্বাচিত হওয়ার আগে বুলবুলের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এমনকি  ‘ওয়ান ইলেভেন’ কিংবা ‘অপারেশন ক্লিনহার্ট’র সময়ও তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তিনি সবসময় পরিচ্ছন্ন রাজনীতি করে এসেছেন।

তিনি যেন মেয়র পদে থাকতে না পারেন, সেজন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গত ৭ মে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না। এ সময় ফোরাম সভাপতি অধ্যাপক এম রফিকুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ১৫ জুনের সিটি করপোরেশন নির্বাচনে মহানগর যুবদলের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বিএনপি সমর্থিত সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে মেয়র পদে নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে ১১, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।