ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহী ছাত্রদল সাধারণ সম্পাদকের রাজনীতি ছাড়ার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মে ১১, ২০১৫
রাজশাহী ছাত্রদল সাধারণ সম্পাদকের রাজনীতি ছাড়ার ঘোষণা মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী শান্ত

রাজশাহী: আকস্মিকভাবে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী শান্ত। বিষয়টি পাকাপাকি করতে সোমবার (১১ মে) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।



রাজনীতি ছাড়ার ব্যাপারে মইনুল হোসেন চৌধুরী শান্ত বাংলানিউজকে জানান, ব্যক্তিগত কারণে তিনি আর রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না। এছাড়া তিনি আর ছাত্র নন। এ কারণে ছাত্রদলের পদ থেকে পদত্যাগ করেছেন।

এছাড়া পরিবার থেকেও রাজনীতি ছেড়ে দিতে চাপ দেওয়া হচ্ছিল বলেও দাবি করেন তিনি।

প্রসঙ্গত গত ৫ জানুয়ারির আগে থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন না শান্তু।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ১১, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।