ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্র ইউনিয়ন কর্মীদের উপর পুলিশের হামলা

ধর্মঘট সমর্থনে ছাত্র ফ্রন্টের মিছিল-সমাবেশ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মে ১১, ২০১৫
ধর্মঘট সমর্থনে ছাত্র ফ্রন্টের মিছিল-সমাবেশ

ঢাকা: পহেলা বৈশাখে নারী লাঞ্ছনাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার (১২ মে) সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রধর্মঘটের ডাক দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

এ কর্মসূচি সমর্থনে সোমবার (১১ মে) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ করে দলের নেতাকর্মীরা।



মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনার সঙ্গে জাড়িতদের গ্রেফতার ও বিচার, ঘটনাস্থলে উপস্থিত নিষ্ক্রিয় পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্ব পালনে ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রক্টরের অপসারণের দাবিতে রোববার (১০ মে) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচি আহ্বান করে।

এতে পুলিশের নৃশংস হামলা চালায়। এর প্রতিবাদে  সারা দেশের সর্বাত্মক ছাত্রধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তারা বলেন, পুলিশি হামলায় ছাত্র ইউনিয়ন সভাপতি হাসান তারেকসহ ৩৪ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। ৫ জনকে পুলিশ আটক করেছে। এ সময় অনেক নারী কর্মীও পুলিশের বর্বর আক্রমণের শিকার হয়েছেন। নারী লাঞ্ছনার বিচার করতে পারেনি যে পুলিশ এবং রাষ্ট্রীয় প্রশাসন, আজ তাদের হাতেই লাঞ্ছিত হয়েছে আমাদের বোনেরা।

অন্যদিকে ধর্মঘটের প্রচার করতে গিয়ে সংগঠনের খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সুজয় সাম্যকেও ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার শিকার হতে হয়েছে।

আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দায়ী পুলিশ সদস্য ও ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকন, সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্ত্তী রিন্টু, দফতর সম্পাদক শরীফুল চৌধুরী, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক ইভা মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।

সোমবার (১১ মে) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ১১, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।