ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

নাশকতার মামলা

ফখরুলসহ বিএনপির ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মে ১১, ২০১৫
ফখরুলসহ বিএনপির ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

ঢাকা: নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে পল্টন থানার একটি মামলায়  চার্জশিট দাখিল করেছে পুলিশ।

সোমবার (১১ মে) ডিবি পুলিশের ইন্সপেক্টর এনামুল হক ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।



গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিষ্ফোরণের অভিযোগে এ চার্জশিট দাখিল করা হয়।

উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিবুন নবী খান সোহেল, সুলতান সালাহ উদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, প্রমুখ।

২০১৩ সালের ২ মার্চ বিকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে আসামিরা শান্তিনগর রেলক্রসিং এবং চামেলীবাগস্থ টুইন টাওয়ারের সামনে  মারাত্মক অস্ত্রশস্ত্র, ইটপাটকেল লাঠিসোঠা, লোহার রড় নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগে এবং ৫টি ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মে ১১, ২০১৫
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।