ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও যুগ্ম মহসচিব অ্যাড. হাসান সিরাজ সুজার মধ্যে প্রকাশ্যে কথা কাটাকাটি হয়েছে। ক্ষিপ্ত জাপা মহাসচিব তখন বলে ওঠেন, ডোন্ট টক, ডোন্ট টক।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বনানী চেয়ারম্যানের কার্যালয়ের সামনে জাপা মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ হয় যুগ্ম মহসচিব অ্যাড. হাসান সিরাজ সুজার।
যিনি মাগুরা উপ-নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন। সামনা সামনি হতেই সুজাকে মনোনয়ন প্রত্যাহার করতে বলেন জাপা মহাসচিব। জবাবে সুজা বলেন, আপনি বলছেন, মেনে নিলাম।
তবে এই সরকারের আপনারা এতো দালালি করছেন কিন্তু কোনতো লাভ হচ্ছে না। আমরা না হয় কিছু নাই পেলাম। স্যারের (এরশাদ) মামলাগুলোতো তোলার ব্যবস্থা করতে পারতেন। ক্ষিপ্ত জাপা মহাসচিব তখন বলে ওঠেন, ডোন্ট টক, ডোন্ট টক। প্রত্যক্ষদর্শীরা কেউ কেউ দাবি করেন এ সময় মহাসচিব স্টুপিড বলেও গালি দেন।
আর এতেই ক্ষেপে যান হাসান সিরাজ সুজা। বলে ওঠেন এই পার্টি আপনার একার নয়। আমরা পার্টির গড়েছি। কথা হিসেব করে বলবেন। দালালী করে দলকে রসাতলে নিয়ে যাচ্ছেন। কর্মীরা আপনাদের ছেড়ে দেবে না।
অফিসের সামনে এই ঘটনার সময় সুজা মহাসচিবের দিকে তেড়ে যেতে থাকেন। তাকে নিবৃত করেন প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী। এ সময় দ্রুত এরশাদের ব্যক্তিগত সহকারির কক্ষে গিয়ে প্রবেশ করেন মহাসচিব।
যুগ্ম মহাসচিব সুজা বাংলানিউজকে জানান, আসলে ঘটনাটা ওই রকম নয়। আমি সংগঠন নিয়ে কথা বলার সময় তাকে বললাম, পার্টি কারো পৈত্রিক সম্পত্তি নয়।
এই পার্টি আমাদের সকলের শ্রমে গড়া।
আপনাদের কিছু সিদ্ধান্তের কারণে পার্টি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জবাবে মহাসচিব বলে ওঠেন, ডোন্ট টক।
মহাসচিবের দিকে তেড়ে যাওয়ার কথা অস্বীকার করে বলেন, আমি তেড়ে যাইনি। তবে তিনি দ্রুত স্থান থেকে চলে গেছেন।
এ ঘটনার কিছুক্ষণ পরেই এরশাদের বাসায় চলে যান সুজা।
আর তার কয়েক মিনিট ব্যবধানে সেখানে গেছেন জাপা মহাসচিব।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মে ১১,২০১৫
এসআই/কেজেড