সিলেট: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুই ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (১১মে) রাত ১১টার দিকে সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের শামীমাবাদ এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ আলী ও আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিনের গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা সুরুজ গ্রুপের এক কর্মীকে মারধর করে আফতার উদ্দিন গ্রুপের নেতা মহানগর ছাত্রলীগের সহসভাপতি আলী হোসেনসহ ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় তাদের প্রতিহত করে সুরুজ গ্রুপ।
এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে এক গ্রুপ অপর গ্রুপকে লক্ষ করে গুলিবর্ষণ করে।
এ সময় ফটো তুলতে গেলে এক সাংবাদিককে লাঞ্ছিত করে আলী হোসেনসহ ছাত্রলীগ নেতাকর্মীরা।
সংঘর্ষের ঘটনায় ইমরান ও নোমান নামে ছাত্রলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দুজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় হাসপাতাল সূত্র।
এদিকে, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ আলী দাবি করেন, ছাত্রলীগের এক কর্মীকে মারধর করা হচ্ছিল। সে বাসায় এসে আশ্রয় নিলে আলী হোসেনের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা তার বাসা লক্ষ করে ৮/১০ রাউন্ড গুলি ছোড়ে।
তবে ওপর গ্রুপের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮/১০ রাউন্ড রাবার বুলেটের গুলি ছোড়ে।
তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, মে ১২, ২০১৫
এনইউ/এবি