নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলার ইসাপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় শফিকুল ইসলাম (৪০) নামে আওয়ামী লীগের এক কর্মী খুন হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) গভীররাতে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল পাশের বোরান গ্রামের শেকাব উদ্দীনের ছেলে। তিনি পত্নীতলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
স্থানীয়রা জানান, গভীররাতে নজিপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শফিকুল। এসময় দুর্বত্তরা তাকে হত্যা করে মৃতদেহ সেখানে ফেলে রেখে যায়। সকালে সড়কের পাশে তার মৃতদেহ ও মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পত্নীতলা থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ১২, ২০১৫
এসআই