ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

এককভাবে সরকার গঠন করে জাপা উদাহরণ সৃষ্টি করবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এককভাবে সরকার গঠন করে জাপা উদাহরণ সৃষ্টি করবে

রাজশাহী: জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান সেন্টু বলেছেন, বর্তমানে ক্ষমতা থাকা ও যাওয়া নিয়ে দুই দলই লড়াই চালিয়ে যাচ্ছে। আগামীতে জাতীয় পার্টি (জাপা) এককভাবে সরকার গঠন করে উদাহরণ সৃষ্টি করবে।



বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে মহানগরের একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সেন্টু বলেন, রাজশাহী জেলায় জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এখন পার্টিকে চাঙ্গা করতে হবে।

স্বাধীনতার পর থেকে দেশে যা উন্নয়ন হয়েছে তার দশগুণ এরশাদের আমলে হয়েছে বলে দাবি করেন মজিবুর রহমান সেন্টু।

রাজশাহী জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট একরামুল হক, কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক, চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি নূরুল ইসলাম, মহানগর জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এসএস/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।