ঢাকা: বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও আবু সাঈদ কনকের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে বুধবার (১৩ মে) বুয়েটের প্রশাসনিক ভবন ঘেরাও করবে ছাত্রলীগ।
সোমবার (১১ মে) সন্ধ্যা ৬টায় বুয়েট শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংহতি সমাবেশ থেকে এ ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
বুয়েটের বিতর্কিত শিক্ষক জাহাঙ্গীর আলমসহ জামায়াতের সব শিক্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এ সংহতি সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ১১, ২০১৫
এসএ/এএ।