নাটোর: অপহরণ, নাশকতা ও ভাঙচুরের মামলায় নাটোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী ওরফে বাবুল চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১১ মে) বিকেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক এনামুল হক বসুনিয়া।
এরআগে দুপুরে চার মামলায় গ্রেফতার দেখিয়ে বাবলু চৌধুরীকে আদালতে সোপর্দ করে পুলিশ।
এ সময় মামলাগুলোর শুনানি হয়। পরে বিকেলে বিচারক এক মামলায় জামিন দেন ও অপর তিন মামলায় জামিন নামঞ্জুর করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাবুল চৌধুরীকে মিথ্যা মামলায় গ্রেফতারের নিন্দা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মে ১১, ২০১৫
এসআর/