ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্র ইউনিয়ন নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার নিন্দা রিপনের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মে ১১, ২০১৫
ছাত্র ইউনিয়ন নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার নিন্দা রিপনের ড. আসাদুজ্জামান খান রিপন

ঢাক: রোববার মিন্টো রোডে ছাত্র ইউনিয়নের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির মুখপাত্র ও দলের আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান খান রিপন।
 
সোমবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, গত পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বর্ষবরণ অনুষ্ঠানে যে নারী লাঞ্ছনার ঘটনা ঘটেছিল তার প্রতিবাদ জানাতে একটি ছাত্র সংগঠনের মিছিলে গতকাল আইন প্রয়োগকারী সংস্থা যে আক্রমণের ঘটনা ঘটিয়েছে-তাতে প্রতিবাদকারীরাই উল্টো লাঞ্ছনার নির্মম শিকার হলেন, বিশেষ করে ছাত্রীদের উপর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের আক্রমণের চিত্র খুবই লজ্জাজনক।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। ’

এছাড়া ভারত থেকে চাল আমদানির সুযোগ করে দেয়ার জন্য সরকারের নিন্দা জানানোর পাশাপাশি বিদেশ যাওয়ার সময় বিমানবন্দর থেকে কুমিল্লা জেলা বিএনপির নেতা কামরুল হুদাকে গ্রেফতার করার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, হেলেন জেরিন খান, শাম্মী আকতার, যুবদলের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মে ১১, ২০১৫
এমএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।