ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদে সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মে ১১, ২০১৫
খালেদার বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদে সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় চার্জ গঠনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ গেটে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়।



সকাল ৭টা ৩০ মিনিটে শাহবাগ মোড় থেকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ চৌধুরী ফয়সালের নেতৃত্বে অনুষ্ঠিত হয় অপর একটি বিক্ষোভ মিছিল।

দুপুর ২টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে শাহবাগ থেকে কাটাবন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে দুপুরে বাংলা একডেমী এলাকায় অনুষ্ঠিত হয় অপর একটি বিক্ষোভ মিছিল।

ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে বেলা ১১টার সময় বিক্ষোভ মিছিল টিপু সুলতান রোড থেকে শুরু হয়ে ধোলাই খালে গিয়ে শেষ হয়।

এছাড়া মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, কবি নজরুল সরকারি কলেজ, তেজগাঁও কলেজ, মুগদা থানা, কুমিল্লা দক্ষিণ জেলা, ময়মনসিংহ, নরায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, নওগাঁ সরকারি কলেজ, রংপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ ছাত্রদল।
 
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মে ১১, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।