ঢাকা: বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর রুহের মাগফেরাত কামনায় মঙ্গলবার বাদ আসর নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপি’র মুখপাত্র ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনসহ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন মিলাদ মাহফিলে।
উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু।
স্বেচ্ছাসেবক দলের পক্ষে দপ্তর সম্পাদক মো. আক্তারুজ্জামান বাচ্চু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মে ১১, ২০১৫
আরআই/