ঢাকা: বিএনপি’র নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের খোঁজ পাওয়া গেছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। দলের চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শাইরুল কবীর খান মঙ্গলবার বেলা ১২টার দিকে বাংলানিউজে ফোন করে বিষয়টি জানান।
তিনি বলেন, ভারতের আসাম রাজ্যের মেঘালয় থেকে টেলিফোন করে সালাউদ্দিন আহমেদ তার স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে কথা বলেছেন।
হাসিনা আহমেদ কথা শেষ করে বিএনপি’র মিডিয়া উইংয়ে জানান বলেই দাবি এই কর্মকর্তার। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সালাউদ্দিন আহমেদ মেঘালয়ের একটি জঙ্গল থেকে তার স্ত্রীকে ফোন করেন। তিনি তাকে বলেছেন, কে বা কারা তাকে গভীর জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেছে।
বিষয়টি হাসিনা আহমেদের সঙ্গে কথা বলে নিশ্চিত করার লক্ষ্যে তার সিটিসেল নম্বরে বার বার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।
এ বিষয়ে বিএনপি’র দফতরের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বাংলানিউজকে বলেন, এ বিষয়ক একটি খবর ছড়িয়ে পড়ার পর চেষ্টা করেও পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।
এদিকে, দলীয় একাধিক সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে, হাসিনা আহমেদ দুপুর সাড়ে ১২টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসায় প্রবেশ করেছেন। তবে বিএনপি’র কোনও নেতা সেখানে নেই।
ধারনা করা হচ্ছে, খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে কথা বলবেন হাসিনা আহমেদ।
এরই মধ্যে সংবাদ মাধ্যমের কর্মীরা খালেদা জিয়ার গুলশানের বাড়ি ‘ফিরোজা’র সামনে জড়ো হতে শুরু করেছেন।
বাংলাদেশ সময় ১২০৩ ঘণ্টা, মে ১২, ২০১৫
এমএমকে/