জবি: ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট কর্মসূচি পালনের সময় হামলা চালিয়েছে জবি ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক প্রসেঞ্জিত, প্রচার সম্পাদক কৃষ্ণ,স্কুল বিষয়ক সম্পাদক সৌমিত ও সদস্য অনিমেষ আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সারা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো ধর্মঘট পালন করতে প্রগতিশীল ছাত্রজোটের কর্মীরা জবির মূল ফটকের সামনে অবস্থান নেয়।
এ সময় শিক্ষকদের একটি বাস বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেতে চাইলে ছাত্রজোটের নেতা-কর্মীরা বাধা দেয়। শাখা ছ্ত্রালীগের সভাপতি শরীফুল ইসলামের অনুসারী নূর রাহুল,শাহ আলম, সেলিম, মাহিসহ ১৫-২০ জন ছাত্রলীগ কর্মী ছাত্রজোটের কর্মীদের উপর হামলা চালালে তাদের চার নেতা-কর্মী আহত হয়।
এ বিষযে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা বাংলানিউজকে বলেন,ধর্মঘট কর্মসূচি চলাকালে আমাদের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। এতে আমাদের চার-নেতাকর্মী আহত হয়েছে।
প্রগতিশীল ছত্রজোটের নেতা-কর্মীদের “গাঁজা খোর” আখ্যা দিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম বলেন, কিছু দুষ্কৃতিকারী বিশ্ববিদ্যালয়ে অযৌক্তিক কর্মসূচি ডেকে বিশ্ববিদ্যালয়ের গেটে তালা মেরেছিল।
উচ্চশিক্ষার মান নষ্ট করতে চেয়েছিল তারা। তাই শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে শিক্ষক-কর্মকর্তা,কর্মচারীরা তাদের সরিয়ে তালা ভেঙ্গেছে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদকে ফোন দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ সময: ১৩০৪ ঘণ্টা, মে ১২,২০১৫ ইং
আইএএ/আরআই