ঢাকা: ঘণ্টা দেড়েক নানা নাটকীয়তার পর অবশেষে বিএনপির নিখোঁজ যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদের খোঁজ পাওয়ার কথা নিশ্চিত করলেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বেরিয়ে অপেক্ষারত সাংবাদিকদের তিনি বিষয়টি নিশ্চিত করেন।
হাসিনা আহমেদ বলেন, তিনি (সালাহউদ্দিন) ভারতের কোনো একটি স্থান থেকে ফোন করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই আমি এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবো।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মে ১২, ২০১৫
জেডএম
** মেঘালয় থেকে সালাউদ্দিনের ফোন! দাবি স্ত্রীর