ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

গাসিক মেয়রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মে ১২, ২০১৫
গাসিক মেয়রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গ্রহণ ফাইল ফটো

গাজীপুর: হরতালে সাংবাদিক বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র অধ্যাপক এমএ মান্নানসহ ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহন করেছেন আদালত।

মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা খানম ওই অভিযোগপত্র গ্রহন করেন।



আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৭ ডিসেম্বর হরতাল চলাকালে গাজীপুরের বড় বাড়ি এলাকায় সাংবাদিক বহনকারী একটি মাইক্রোবাসে হরতাল সমর্থকেরা হামলা ও ভাঙচ‍ুর চালায়। ওই ঘটনায় স্থানীয় সাংবাদিক এম এ ফরিদ বাদী হয়ে জয়দেবপুর থানায় ৩৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ৪৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মঙ্গলবার শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহন করেন।

২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার বাসা থেকে মেয়র অধ্যাপক এম মান্নানকে গ্রেফতার করে গাজীপুর পুলিশ। তারপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে মোট ৫টি মামলা রয়েছে। এর মধ্যে এই প্রথম একটি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীতি হল।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ১২,২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।