ঢাকা: বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
মঙ্গলবার (২৩ জুন, ০৫ রমজান) রাজধানীর ওয়েস্টিন হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে এ ইফতার পার্টির আয়োজন করেন বিএনপি প্রধান।
বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন, মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট, রাশিয়ার রাষ্ট্রদূত আলেজান্ডার নিকোলেভ, চীনের রাষ্ট্রদূত ম্যা মিং কিউয়াং, ইউরোপীয় ইউনিয়নের প্রধান প্রতিনিধি পিয়ারি মাইডুন, ইউএনডিপি’র প্রতিনিধি রবার্ট ডি আওয়াটকিন, ফিলিস্তিনির রাষ্ট্রদূত শাহের মোহম্মদ, কাতারের রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ এম এল মানা, আফগানিস্তানের রাষ্ট্রদূত আব্দুল রহিম ওরাজ, ইউরোপীয় ইউনিয়নের পেরি মাইডুন, ফ্রান্সের রাষ্ট্রদূত সফি আওবার্টসহ ৩৭টি দেশের প্রতিনিধি।
তবে ভারত ও পাকিস্তানের হাই কমিশনাররা খালেদা জিয়ার ইফতার পার্টিতে অংশ নেননি।
এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাসির উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, গিয়াস কাদের চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, আসিফ নজরুল, আইনজীবী শাহাদিন মালিক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ প্রমুখ।
এর আগে সোমবার (২২ জুন) বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে এবং রমজানের প্রথম দিন (১৯ জুন) এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেন বিএনপি চেয়ারপারসন।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৫, আপডেট ২১১৬
এজেড/আইএ