ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
খুলনায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭তম জন্মদিবস খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, খুলনা মহানগর আওয়ামী লীগের নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ প্রমুখ।

এছাড়া সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৭টায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

অনুরূপ খালিশপুর ও দৌলতপুর, খানজাহান আলী থানা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এমআরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।