ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
রূপগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।



মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ভুলতা এলাকায় ঘটে এ সংঘর্ষ ঘটে। এরপর থেকে ওই এলাকায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আহতদের মধ্যে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ (২৮), সবুজ (২৪) ও নাজমুলের (২৬) নাম জানা গেছে। এদের মধ্যে আব্দুল্লাহকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঝুট ব্যবসা ও বিভিন্ন ক্ষেত্রে আধিপত্য বিস্তার নিয়ে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহর সঙ্গে অপর ছাত্রলীগ নেতা শাহ আলম মোল্লার বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে রাত পৌনে ৯টার দিকে শাহ আলম মোল্লা ও তার লোকজন আব্দুল্লাহকে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে, আব্দুল্লাহকে জখমের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে শাহ আলম মোল্লাসহ তার লোকজনের উপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। আহত হয় উভয়  পক্ষের অন্তত ১০ জন।

এ সময় গাউছিয়া মার্কেট, তাঁত বাজার, আব্দুল হক সুপার মার্কেট, নুর ম্যানশন, পাল মার্কেটসহ আশ-পাশের দোকান-পাট আতঙ্কে বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক  রয়েছে। ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।