ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সাভারে ইফতার পার্টির অনুষ্ঠানে ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
সাভারে ইফতার পার্টির অনুষ্ঠানে ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: ইফতার না পেয়ে সাভারে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে।

এ সময় স্থানীয় সংসদ্য ডা. এনামুর রহমানের উপস্থিতিতে তারা হামলা ও ভাঙচুর চালায়।



মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় সাভার পৌর এলাকার ডগর মোড়ায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত দলের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও ইফতার মাহফিলে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় ৫/৭ জন আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ডগর মোড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৫ 
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।