ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে কিভাবে চারটি পাসপোর্ট ইস্যু হলো তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
তারেক রহমানের বর্তমান অবস্থান এবং তার পাসপোর্ট নবায়নের বিষয়ে পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন উপস্থাপনের পর হাইকোর্ট এ বিষয়ে জানতে চান।
চারটি পাসপোর্ট ইস্যু ছাড়াও বিদেশে অবস্থান করে কিভাবে পাসপোর্ট নবায়ন করেছেন তা ২৭ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন আকারে উপস্থাপন করতে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৩ জুন) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ৭ জানুয়ারি এক রিট আবেদনের শুনানি নিয়ে আইনের দৃষ্টিতে পলাতক থাকায় দেশের সব ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করেন হাইকোর্ট।
ওইদিন ওই দুটি প্রতিবেদনও আদালত চেয়েছিলো। মঙ্গলবার আদালতে এসব প্রতিবেদন উপস্থাপনের পর এ আদেশ আসে।
রিটের পক্ষে ৭ জানুয়ারি আদালতে শুনানি করেন, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, এস এম মুনীর, সাহারা খাতুন, শ ম রেজাউল করিম, সানজিদা খানম প্রমুখ।
শুনানিতে শ ম রেজাউল করিম বলেন, তারেক রহমানের বক্তব্য সংবিধানের ৭ এর ক ও ৩৯ অনুচ্ছেদের লঙ্ঘন। সবোর্চ্চ আদালত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে রায় দিয়েছেন। অথচ তারেক রহমান তাকে ‘পাকবন্ধু’ বলেছেন, যা আদালত অবমাননা।
বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
ইএস/এসইউ